শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় খালু কর্তৃক দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার
  •   সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান করায় ইমামকে চাকরি ছাড়ার নির্দেশ!
  •   এনআইডিতে ভোটার এলাকা হিসেবে থাকছে না বর্তমান ঠিকানা
  •   জাহাজে ৭ খুনের রহস্য উদ্‌ঘাটনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি
  •   নিখোঁজের একদিন পর বৃদ্ধের মরদেহ মিললো পুকুরে

প্রকাশ : ৩১ জুলাই ২০২১, ০০:০০

মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান
অনলাইন ডেস্ক

প্রতি বছর মুনছুর গাজী ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় এবছরও বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। ২৮ জুলাই চাঁদপুর সদরের নানুপুর গ্রামের নানুপুর জামে মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মাধ্যমে এবারের অভিযান শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুপুর জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হানিফ, মসজিদ কমিটির রুহুল আমিন খান, আলাউদ্দিন খান, মোঃ হান্নান, কালাম বেপারী, নাসির খান, রাসেল গাজী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লেখক-সাংবাদিক ও পর্যটক আলহাজ্ব গাজী মুনছুর আজিজ প্রমুখ।

উল্লেখ্য, ২০০১ সালে এ ফাউন্ডেশন (সাবেক গাজী আবদুর রহমান পাঠাগার) প্রতিষ্ঠা করা হয়। এর উদ্যোগে পাঠাগার, গাছের চারা বিতরণ, রোপণ, শিক্ষাবৃত্তি প্রদান, ইলিশ আড্ডা, ‘ঈদ উৎসব’, ছড়া ম্যাগাজিন প্রকাশসহ নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব গাজী মুনছুর আজিজ বলেন, পরিবেশ সুরক্ষায় আমরা প্রতি বছরই বৃক্ষ রোপণ করে থাকি। সে ধারাবাহিকতায় এবছরও বিভিন্ন কর্মসূচি রয়েছে। এছাড়া আমাদের এ অভিযান চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়