শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
মোঃ আবুল কালাম ॥

শাহরাস্তির সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ভার্চুয়ালি উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ন রশিদের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সহকারী প্রোগ্রামার মোঃ শাহজাহান উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, উপজেলা যুবলীগের সভাপতি আহসান মঞ্জুরুল ইসলাম জুয়েল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর, মোশাররফ হোসেন, মাহতাবউদ্দিন হেলাল, ডাঃ আবদুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ফলক উন্মোচন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়