প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের শেখ রাসেল দিবস পালন](/assets/news_photos/2022/10/19/image-24742.jpg)
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউএনও তাসলিমুননেছার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান। এ সময় তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের নরপিশাচ ঘাতকরা ছোট্ট মমতাময়ী শেখ রাসেলের আকুতি তাদের কর্ণগোচর হয়নি। তারা বুলেটে তার বুক বিক্ষত করেছে। আমরা আজ এই মঞ্চে দাঁড়িয়ে শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, সহকারী কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, উপজেলা প্রকৌশলী আববার আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম, সাংবাদিক মামুনুর রশিদ পাঠান প্রমুখ।