শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

জিলানী চিশতী কলেজে শেখ রাসেলের জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহিদ শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আজ শহিদ শেখ রাসেল দিবস যথাযথ মর্যাদায় পালন করা হচ্ছে। আমি শেখ রাসেলের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করে কিছু বিপদগামী সেনা সদস্য। সেই সাথে হত্যা করা হয় শিশু শেখ রাসেলকে। এটা পৃথিবীর একটি জঘন্যতম হত্যাকাণ্ড।

তিনি আরো বলেন, আমি আজকে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যাঁর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, পদ্মাসেতু হয়েছে। এগুলো সবই সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহরাব হোসেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কলেজ গভনির্ং বডির সদস্য মোঃ দিদার হোসেন মিজি প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক সামিমা আক্তার, প্রভাষক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ জিয়াউর রহমান, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মোঃ হানিফ মিয়া, প্রভাষক মোঃ মানিক মিয়া, প্রভাষক মোঃ হাবিবুর রহমান, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম. সহকারী শিক্ষিকা রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক মোঃ লুৎফুর রহমান, সহকারী শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারী শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল খান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারী শিক্ষক মোঃ সোহরাব হোসেন, সহকারী শিক্ষক মোঃ ইদ্রিস আলী, সহকারী শিক্ষক দীপঙ্কর দে, সহকারী শিক্ষক মোঃ নেছার আহমেদ খান, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, সহকারী শিক্ষিকা মানছুড়া আক্তার, জিলানী চিশতী কলেজের সহকারী শিক্ষক নাছরীন আক্তার, সহকারী শিক্ষক হালিমা আক্তার, কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালযের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান নিহা, নিশা আক্তার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম।

উল্লেখ্য, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়