প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
![বাঙালি জাতি ১৫ আগস্টের ঘাতকদের কখনো ক্ষমা করবে না](/assets/news_photos/2022/10/19/image-24740.jpg)
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র-শিক্ষক মিলনায়তনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদ আহাম্মদের সভাপ্রধানে পালিত হয়েছে। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক ফয়েজ আহমাদ। গীতাপাঠ করেন ল্যাব সহকারী প্রদীপ চন্দ্র দাস। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, শেখ রাসেল বেঁচে থাকলে বাঙালি জাতি আরো বেশি উপকৃত হতো। তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে। বাঙালি জাতির অগ্রযাত্রাকে কুঠার আঘাত করেছে। বাঙালি জাতি ১৫ আগস্টের ঘাতকদের কখনো ক্ষমা করবে না।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে হবে। তিনি এ সময় ১৫ আগস্ট, মুক্তিযুদ্ধে ও সকল গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ আনোয়ার উল্যা, গভর্নিং বডির অভিভাবক সদস্য শামসুজ্জামান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ মাকছুদুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস ও একাদশ শ্রেণির ছাত্রী রঞ্জিতা পাল।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আ. ন. ম. মফিজুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শেখ রাসেল এবং ১৫ আগস্টে শহিদদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য, ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের দীর্ঘায়ু কামনা করেন। দাতা সদস্য, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী যারা মৃত্যুবরণ করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদুর রহমান। অনুষ্ঠান শেষে তবররুক বিতরণ করা হয়।