প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
![নবীর শানে মিলাদুন্নবীর মাহফিল সারাবিশ্বেই হয়](/assets/news_photos/2022/10/19/image-24738.jpg)
পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চাঁদপুর দারুচ্ছুন্নাত দীনিয়া মাদ্রাসার উদ্যোগে ২ দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আছর শুরু হয়ে সোমবার গভীর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত করেন মাদ্রাসার অধ্যক্ষ ও জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওঃ মোঃ মাহাদী হাসান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ইসলাম শান্তির ধর্ম। সেখানে কিছু মুসলিম নামধারী ইসলাম নিয়ে ভুল উপস্থাপন করছে। এতে সরলমনা মুসলিমরা বিভ্রান্ত হচ্ছেন। এদেশে হাজারো আওলিয়ায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে মানুষ নবীপ্রেমিক হয়েছে। আর সেসকল আওলিয়ায়ে কেরাম এসেছেন নবী পাকের নির্দেশে। আর হক্কানী পীর মাশায়েখ মদীনা ওয়ালার পরামর্শ নিয়ে মানুষকে আল্লাহমুখী করে চলছে।
তিনি আরো বলেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর শানে পালন করা হয়। আর এ মাহফিলকে একদল লোক বেদাত বলে। অথচ নবীর শানে মিলাদুন্নবীর মাহফিল শুধু বাংলাদেশেই নয় সারাবিশ্বেই হয়। যে সকল আলেম মিলাদুন্নবী নিয়ে কটূক্তি করেন তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলাম মূর্খতার স্থান নেই। সেখানে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করা হয়েছে। সুতরাং হাফিজিয়া মাদ্রাসায় বা কিতাব বিভাগে পড়ে ফতুয়া দিলেই বড় আলেম হয় না। বড় কিছু হতে হলে বড়দের সাথেই থাকতে হবে। যুগ যুগ ধরে মানুষকে আল্লাহমুখী করেছেন তাদের পথেই শান্তি এবং মুক্তি। পড়াশোনা করতে হবে। প্রয়োজনে জ্ঞানের উদ্দেশ্য দেশ-বিদেশে যেতে হবে।
মাহফিলের সমাপনী দিনে খানকায়ে ছালেহিয়া মোহেব্বিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হাসান আলী ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ মোঃ আব্দুল কুদ্দুছ (কচুয়া), কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মোশাররফ হোসাইন, ফরিদগঞ্জ মধ্য শ্রীকালিয়া জামে মসজিদের খতিব মাওঃ কাজী মোঃ মশিউর রহমান, হাঁসা আল আমিন ফাযিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মোঃ হাবিবুর রহমান, কচুয়া চাঁনপাড়া বায়তুল আমিন জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ মোঃ মোশাররফ হোসেন, দারুচ্ছুন্নাত জামে মসজিদের খতিব হাফেজ আবু জাফর মোঃ আবু বকর প্রমুখ। মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওঃ মোঃ শাহাদাত হোসাইনের সঞ্চালনায় মাদ্রাসার ছাত্ররা কোরআন তেলাওয়াত, হামদ নাত ও গজল পরিবেশন করেন। উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আল-আমিন, সমাজসেবক কাজী মাহবুবুর রহমান, আহালে সুন্নাত ওয়াল জামাতের চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল করিম রউফ, কাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আব্দুল হান্নান নিজামীসহ বিভিন্ন মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।