শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০

শেখ রাসেলের হত্যা ছিল একটি জুলুম যা ক্ষমার অযোগ্য
অনলাইন ডেস্ক

১৮ অক্টোবর সরকার ঘোষিত শেখ রাসেল দিবস। এ উপলক্ষে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এ দিবসের তাৎপর্য তুলে ধরে সভাপতির বক্তব্যে ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান বলেন, শেখ রাসেলের হত্যা ছিল একটি জুলুম। যা ক্ষমার অযোগ্য। এ দিবসের তাৎপর্য অনেক। জুলুমের বিরুদ্ধে ন্যায়ের পথে শিশু-কিশোরদের তৈরি করার প্রচেষ্টাই হবে শেখ রাসেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। শিশু-কিশোরদের মানুষের মত মানুষ করতে হলে প্রয়োজন কুরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামণ্ডএর জীবনের শিক্ষা তাদের কচি মনে বদ্ধমূল করে দেয়া, ধর্মীয় শিক্ষা ছাড়া আদর্শ শিশু বানানো যায় না।

উক্ত সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন উপাধ্যক্ষ মুফতি এইচ.এম. আনোয়ার মোল্লা, ফকিহ মাওলানা হেলাল উদ্দিন আল-ক্বাদেরী, মুহাদ্দিস মাওলানা নিজাম উদ্দিন নোমানী ও শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক জনাব মোঃ আল-আমিন। মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার প্রধান ফকিহ জনাব মুফতী মোঃ ইকবাল হোসাইন। বক্তাগণ বলেন, শিশু-কিশোরদেরকে আগামী দিনের নেতৃত্বের আসনে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন শিক্ষার পরিবেশ এবং বাস্তবে আদব-আখলাক শিক্ষা দেয়া। মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়