শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০

হাইমচরের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলে আটক
মোঃ সাজ্জাদ হোসেন রনি ॥

মা ইলিশ রক্ষায় হাইমচর উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৪ জেলে, ২টি নৌকা, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।

আটককৃত জেলেরা হলেন চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দা গ্রোমের শাহাদাত হাওলাদার, রাজু ঢালী, সুজন শেখ ও মনা শেখ। এই ৪ জনকে ৩ মাসের সাজা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চেীধুরী। জব্দকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বলেন, গত ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষা অভিযান চলছে। এরই অংশ হিসেবে আমরা হাইমচরে আজকে অভিযান পরিচালনা করি এবং ৪ জন আসামী আটক করি। আসলে আমাদের লক্ষ্য-উদ্দেশ্য হলো, মা ইলিশ যেনো নির্বিঘেœ ডিম ছাড়ে। সেই উদ্দেশ্যেই আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। জেলেদের ধরা কিংবা তাদের বিচারের জন্যে দেয়া কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হলো, নদীটাকে জেলে এবং জাল মুক্ত করা। কিন্তু তারপরেও দেখছি, কিছু দুষ্টু জেলে, কিছু মৌসুমী জেলে যারা বিভিন্ন জায়গায় কাজ করতো তারা এই সময়টা নিজ এলাকায় এসে মাছ ধরার চেষ্টা করছে। আমরা নিয়মিত জেলেদের নদীতে কমই দেখেছি। আমাদের প্রশাসন খুব শক্ত অবস্থানে আছে। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, নৌ বাহিনী, কোস্টগার্ড আছে আমাদের সাথে, আমরা জেলেদেরকে প্রতিহত করতে পারবো। নদীকে জেলে ও জাল শূন্য রাখতে পারবো। আগামী ২৮ তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে, নদীর পরিবেশটি ভালো থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবু সাইদ, হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুবুর রশীদ, বাংলাদেশ কোস্টগার্ড হাইমচরের কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম এমদাদুল হক, সিসি পেটি অফিসার এম নাসির উদ্দিনসহ অনসার ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়