প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০
![মতলব দক্ষিণে ছাত্রলীগের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2022/10/18/image-24698.jpg)
চাঁদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খানের সাথে চাঁদপুরে গিয়ে সাক্ষাৎ শেষে তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা জানান সদ্য ঘোষিত মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আশরাফ আলী পাটোয়ারী অনিক, সহ-সভাপতি মাসুদ প্রধান শান্ত, সাধারণ সম্পাদক কায়সার আলম পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, মাসুদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক এহসান মজুমদার প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে জেলার নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।