প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে স্কাউটসের নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়](/assets/news_photos/2022/10/18/image-24696.jpg)
বাংলাদেশ স্কাউটস্ ফরিদগঞ্জ উপজেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন নেছার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। গত ১৩ অক্টোবর তিনটি পদে ভোটের মাধ্যমে নির্বাচনসহ এই নতুন কমিটি গঠিত হয়। রোববার (১৬ অক্টোবর) সকালে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, হারুন অর রশিদ, ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, কমিশনার হাছিনা আক্তার ও কোষাধ্যক্ষ আলমগীর হোসেন তালুকদার। এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন এবং নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন উপস্থিত ছিলেন।
ইউএনও তাসলিমুন নেছা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন, কাউন্সিল এবং নির্বাচনের মাধ্যমে আপনারা নির্বাচিত হওয়ায় আমরা খুশি। আশা করছি স্কাউটস্কে আপনারা সকলে মিলে এগিয়ে নিয়ে যাবেন।