প্রকাশ : ১৭ অক্টোবর ২০২২, ০০:০০
![২৪ ঘণ্টায় ১৮ জেলে আটক ও কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার](/assets/news_photos/2022/10/17/image-24667.jpg)
চাঁদপুর নৌ পুলিশের মা ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২৪ ঘন্টায় ১৮ জন জেলে আটক, প্রায় এক কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার, ১১৯ কেজি ইলিশ ও ১৮ নৌকা জব্দ করা হয়েছে। এছাড়া নদীর পাড়ে অস্থায়ী মাছের আড়তও অপসারণ করা হয়। রোববার চাঁদপুর নৌথানার প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মোট ১৮ জন আসামী গ্রেফতার, ১ ক্রেতার বিরুদ্ধে মৎস্য আইনে ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ৭ জন অপ্রাপ্ত বয়স্ক কিশোর অপরাধীকে অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে। অবশিষ্ট ১০ আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ১১৯ কেজি ইলিশ জব্দপূর্বক কোল্ড স্টোরেজে সংরক্ষিত আছে।
প্রায় ১ কোটি মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধারপূর্বক মালিকবিহীন জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ১৮টি নৌকা জব্দ করা হয়েছে। তাছাড়া একাধিক অস্থায়ী আড়ত অপসারণ করা হয়েছে। এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, নানা কৌশলে এক শ্রেণির জেলে প্রতি রাতেই নিষেধাজ্ঞা না মেনে নদীতে যাচ্ছে এবং ইলিশ শিকার করছে।
নদীর পাড়ে পাড়ে জেলেরা মাছ বিক্রি করছে। চলমান অভিযানে প্রশাসনের তৎপরতা যেমন অব্যাহত রয়েছে, পাশাপাশি অসাধু জেলেরাও নদীতে আইন না মেনে ইলিশের প্রজননের বারোটা বাজাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।