প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥
আগামীকাল অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক জনপ্রতিনিধি গত ক’দিন ধরে মতলব উত্তরে লাগাতার অবস্থান করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ করেছেন ক’জন প্রার্থী। এ সংক্রান্ত ছবি গণমাধ্যমের কাছে পাঠিয়ে তারা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছেন।