প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ০০:০০
![চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ](/assets/news_photos/2022/10/16/image-24625.jpg)
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ উপলক্ষে জেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর শুক্রবার চাঁদপুর গভঃটেকনিক্যাল হাইস্কুলে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, বিপিএম (বার), জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেনসহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
কর্মশালায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসান কর্মকর্তাদেরকে সততা, নিরপেক্ষতা এবং সাহসিকতার সাথে তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চাঁদপুর জেলা পুলিশ নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পেশাদারিত্বের সাথে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে।