শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২২, ০০:০০

উপজেলা দিবস পালনকল্পে চাঁদপুর জেলা জাতীয় পার্টির প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার ॥

জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ২৩ অক্টোবর উপজেলা দিবস পালনকল্পে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখের ল’ চেম্বারে জেলা জাতীয় পার্টির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ এমরান হোসেন মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডঃ আঃ লতিফ শেখের পরিচালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোল্লা বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতব্বর, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শাহআলম মিজি, ফেরদৌস খান, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলাম মোস্তফা, মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহরাফ মিয়াজী, ছেঙ্গারচর পৌর জাতীয় পার্টির সভাপতি সেলিম মোল্লা, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন, মতলব পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আঃ বাতেন মিয়াজী, জেলা শ্রমিক পার্টির সভাপতি আলহাজ্ব নান্নু ভূঁইয়া, মতলব উত্তর জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক প্রভাষক আলমাছ মিয়া, জেলা জাতীয় ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, চাঁদপুর সদর উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক মোঃ ইসমাইল মাঝি প্রমুখ।

সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। পাশাপাশি চাঁদপুর জেলা জাতীয় পার্টির অধীনস্থ সকল ইউনিট অর্থাৎ সকল উপজেলা বা পৌর কমিটিকে উক্ত দিবসটি পালনের জন্য জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়