প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০
![শাহরাস্তির শিক্ষক মোঃ খোরশেদ আলম পাটোয়ারীর ইন্তেকাল](/assets/news_photos/2022/10/15/image-24587.jpg)
শাহরাস্তির রাগৈ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোঃ খোরশেদ আলম পাটোয়ারী (৬০) সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, হাবিবুর রহমান পাটোয়ারী, সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোঃ আবুল কালাম, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্লাহ, রাগৈ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন, সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম হোসেনসহ নিকটাত্মীয় ও এলাকার সর্বস্তরের জনগণ। উল্লেখ্য, খোরশেদ আলম পাটোয়ারী জেলার সাবেক হিসাবরক্ষণ কর্মকর্তা প্রয়াত মোঃ আবুল খায়ের পাটোয়ারীর বড় ছেলে।