শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

কেন্দ্রীয় নেতার মুক্তির দাবিতে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার ॥

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ নুরুন নাবীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁদপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখা।

১৪ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ শেষে নেতা-কর্মীরা মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি বের হয়ে বিপণীবাগ থেকে কুমিল্লা রোড হয়ে চাঁদপুর সরকারি কলেজ গেটের সামনে গেলে আবার পুলিশ বাধা দিলে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি শেষ করা হয়।

মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাঃ জয়নাল আবদিন।

তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতাকে সম্পূর্ণ অন্যায়ভাবে রাতের আঁধারে গ্রেফতার করা হয়েছে। তাকে যে অভিযোগে গ্রেফতার করেছে সে অভিযোগ ভিত্তিহীন এবং যেই মামলায় গ্রেফতার হয়েছে তার সাথে কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে বলবো, অনতিবিলম্বে নিঃশর্তে তার মুক্তি দিন।

তিনি বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আমরা দেখেছি সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। এভাবে চলতে পারে না। তিনি বলেন, সরকার দুর্নীতিবাজ মন্ত্রী এমপি ও আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এদেশের শ্রদ্ধাভাজন সম্মানিত ব্যক্তিদেরকে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র করছে। সরকারের মন্ত্রী-এমপিরা একের পর এক দুর্নীতি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদের বিরুদ্ধে যদি ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের জনগণ তা প্রতিহত করবে।

চাঁদপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচএম নিজামের পরিচালনায় বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম মুহাম্মদ তানভীর, জেলা যুব আন্দোলনের প্রচার সম্পাদক মুফতি ফরিদ আহমদ আল-জামী, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা খোরশেদ আলম, চাঁদপুর পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

সভাপতি তার বক্তব্যে বলেন, কেন্দ্রীয় নেতাকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ যানাচ্ছি। আমরা আজকের বিক্ষোভ মিছিল থেকে প্রশাসনের কাছে কেন্দ্রীয় নেতাকে অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়