শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

জননী মেটাল ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী বদিউজ্জামান বদুর ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের মরহুম আঃ করিম পাটোয়ারী সড়কস্থ জননী মেটাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা ওয়ার্কশপ মালিক সমিতির সভাপতি মোঃ বদিউজ্জামান ভূঁইয়া বদু (৬০) গত ১১ অক্টোবর মঙ্গলবার আনুমানিক রাত ৮টায় ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

গত বুধবার (১২ অক্টোবর) বাদ জোহর চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চিশতিয়া জামে মসজিদের সম্মুখে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি ইচলী পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুর ২ দিন আগে পারিবারিক কাজে তিনি তার মেয়ের বাড়ি ঢাকায় যান। ঘটনার দিন অসুস্থতা বোধ করলে ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হলে রাতে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাজার পূর্বে চাঁদপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর প্যানেল মেয়র অ্যাডঃ হেলাল হোসাইনের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা গণফোরাম সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান বাবুল, ওয়ার্কসপ মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদশা খান, এলাকাবাসীর পক্ষে সাবেক জিপি অ্যাডঃ রুহুল আমিন সরকার প্রমুখ। সবশেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন একমাত্র ছেলে মোঃ ফয়সাল আহমেদ ভূঁইয়া।

এদিকে পরিবারের পক্ষে থেকে মরহুমের জন্যে চাঁদপুরবাসীর নিকট দোয়া কামনা করা হয়। জানাজা শেষে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়