শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে স্কাউটের নির্বাচন সম্পন্ন
প্রবীর চক্রবর্তী ॥

বাংলাদেশ স্কাউটস ফরিদগঞ্জ উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক, স্কাউটস কমিশনার ও কোষাধ্যক্ষ পদে একাধিক প্রার্থী থাকায় ভোটাররা ভোট প্রদানের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচিত করে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিকসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটারের মধ্যে ৫৯৪ জন ভোটার ভোটাধিবার প্রয়োগ করেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল লতিফ খান। কমিশনার পদে ৩ জন প্রার্থীর মধ্যে সর্বাধিক ৩৩০ ভোট পেয়ে হাছিনা আক্তার নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী নেছার আহমেদ ১৩১ ভোট ও মাহবুব পাঠান ১২১ ভোট পেয়েছেন। কোষাধ্যক্ষ পদে তিনজন প্রার্থীর মধ্যে আলমগীর হোসেন সর্বাধিক ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইব্রাহিম মিয়া ২২৮ ভোট ও ইলিয়াছ মিয়া ১১১ ভোট পেয়েছেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্যা আল মামুন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

এর আগে সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ১১তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউএনও ও ফরিদগঞ্জ স্কাউটসের সভাপতি তাসলিমুননেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অজয় ভৌমিক, কমিশনার সামছুল আমিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের স্কাউটস লিডাররা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়