শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০

রামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই ॥ ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, রান্নাঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার ১২ অক্টোবর রাত ৮টার দিকে ইউনিয়নের দক্ষিণ মনিহার দোয়ানী মুন্সি বাড়ির মোঃ রুহুল আমিন মুন্সির পুত্র আঃ রশিদ রিপন মুন্সির বসতঘর ও রান্নাঘরে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে অন্য ঘরে ছিলেন পরিবারের লোকজন। এ সময় বিকট কিছুর আওয়াজ শুনে বাইরে এসে দেখেন ঘরটিতে আগুন জ্বলছে। তাদের ডাক-চিৎকারে আশেপাশের বহু মানুষ এসে আগুন নেভাতে সাহায্য করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরিবারের দেয়া তথ্য মতে, ঘরে থাকা দুটি ফ্রিজ, মোটরসাইকেল, স্টিলের শোকেস, খাট, ডাইনিং টেবিল, গ্যাস সিলিন্ডার, মোটরসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো কেউ বলতে পারেনি। এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী, স্থানীয় ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ইউপি চেয়ারম্যান চাঁদপুর কণ্ঠকে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং সিসি ক্যামেরার ফুটেজও দেখেছি। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়