প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উপলক্ষে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে নাত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের মাঠে মঙ্গলবার (১১ অক্টোবর) রাতে আয়োজিত নাত সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্বারী ও শিল্পীরা পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল (সাঃ), আউলিয়া সঙ্গীত ও রবিউল আউয়াল সঙ্গীত পরিবেশ করেন।
জমইয়াতে হিযবুল্লাহর ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাছান মোঃ ছাইফুল্লাহর সভাপতিত্বে ও চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ মোঃ মমিনুল ইসলাম খানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা একেএম মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মুফতি এইচএম আনোয়ার মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার।