প্রকাশ : ১৪ অক্টোবর ২০২২, ০০:০০
উৎসবমুখর পরিবেশে প্রাক্তন ও বর্তমান ছাত্রীদের উপস্থিতিতে জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদযাপনের লোগো ও স্মরণকথার মোড়ক উন্মোচন করলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি কিছু সময়ের জন্যে ছাত্রীদের সাথে আড্ডায় মেতে উঠেন। সমবেত কণ্ঠের সাথে তিনিও তাল মিলিয়ে গাইলেন ‘আমরা করবো জয়, আমরা করবো জয়। আমাদের দেশটা স্বপ্নপূরী সবাই মিলে ভাব করি’। সবাই যেনো কৈশোরের তারুণ্যে ফিরে গেলেন।
এ সময় শত শত ছাত্রী, শিক্ষক ও অতিথিরা উপভোগ করলেন হাস্যোজ্জল কৈশোরের দীপু মনিকে। তারা হাততালি দিয়ে স্বাগত জানালেন এমন সুন্দর আয়োজনকে। শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি তাঁর অভিব্যক্তি প্রকাশ করে বললেন, সফলতার সাথে একটি প্রতিষ্ঠান শতবছর টিকে থাকা সত্যিই গৌরবের বিষয়। মাতৃপীঠ স্কুলের সাথে রয়েছে আমার পারিবারিক সম্পর্ক। বিদ্যালয়টি সরকারিকরণের ক্ষেত্রে আমার বাবার বিশাল অবদান রয়েছে। বিদ্যালয়টি শিক্ষাবিস্তারে আরো অনেকদূর এগিয়ে যাবে, আমি সকল সময় এই আশাবাদ ব্যক্ত করছি। শতবর্ষ উদযাপনের সফলতা ও প্রধান অতিথি শিক্ষামন্ত্রীকে স্বাগত জানিয়ে সভাপ্রধানের বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সায়রা কাকলী ও রাশেদা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ বশির আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফজিলাতুন্নাহার, নূর খান, চাঁদপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিজি প্রমুখ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মুনিরা আক্তার, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী আফরোজ জাহান আখন্দ বেবী, ইসমত আরা সাফি বন্যা প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৪ ডিসেম্বর চাঁদপুর স্টেডিয়ামে জমকালো আয়োজনে উদযাপিত হবে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব।