শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

মতলবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ॥ আহত ৫
রেদওয়ান আহমেদ জাকির ॥

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালে জামান কাজী ও রাশেদ কাজীর নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত ১১ অক্টোবর সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ম্যানেজার মোঃ আসলাম মেম্বার ও ডাঃ ওমর ফারুক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ডাঃ মোঃ ওমর ফারুক শাহিন জানান, প্রায় প্রতিদিনই আমি বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের বিপরীতে মিজান সরকারের মার্কেটে আমার ভাড়া দোকানের সামনে মোটরসাইকেল রেখে হাসাপাতালে যাই। ওই সময়ে জামান কাজীর দোকানের কর্মচারী মোঃ সোমায়েছ আমার মোটরসাইকেলের চাকার হাওয়া ছেড়ে দেয়। এ বিষয়ে জামান কাজীকে জিজ্ঞেস করলে এখানে মোটরসাইকেল রাখা যাবে না বলে আমাকে হুমকি-ধমকি দেয় এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন আমার মামা বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালের ম্যানেজার মোঃ আসলাম মেম্বার চাকার হাওয়া ছেড়ে দেয়ার বিষয়টি জানতে চাইলে জামান কাজী উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে জামান কাজী, রাশেদ কাজীসহ ২৫/৩০ জন কিশোর গ্যাং নিয়ে বায়েজিদ মেমোরিয়াল হাসপাতালে আমাদের উপর হামলা চালায়। এ সময় জামান কাজী ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় মোঃ আসলাম মেম্বারসহ ৪/৫জন আহত হয়েছে এবং জামান কাজীর লোকজন আমার সাথে থাকা নগদ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, রাসেদ কাজী নতুন প্রজন্মের একজন গ্যাং লালন পালন করে। কথায় কথায় সে মানুষের উপর হামলা করে। সে পূর্বেও অনেকের সাথে এমন ঝামেলা তৈরি করে মানুষের টাকা এবং মোবাইল লুট করে নিয়ে যায়।

জামান কাজী জানায়, দোকানের কর্মচারীকে অশালীন কথাবার্তা বলায় আমার সাথে তাদের তর্ক-বির্তক হয়। এলাকার কিছু ব্যক্তি উৎসাহিত হয়ে আসলাম মেম্বারের সাথে হাতাহাতি হয়। এ বিষয়ে আমি কিছুই জানিন না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়