প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
![বেপরোয়া জেলেরা ॥ মা ইলিশ নিধন চলছেই](/assets/news_photos/2022/10/13/image-24516.jpg)
চাঁদপুরে পদ্মা-মেঘনার অভয়াশ্রমে নিষেধাজ্ঞা এবং জেল-জরিমানার তোয়াক্কা না করে ইলিশ শিকারে নদীতে যাচ্ছে জেলেরা। নদীর পাড়ের প্রায় সব ঘাট থেকে কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ ধরছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়। নিধন করা এক হালি মা ইলিশ ২৪শ’ ২৫শ’ টাকায় বিক্রি হচ্ছে। মতলব থেকে শুরু করে মেঘনার চরভৈরবী পর্যন্ত এবং পদ্মানদীর চাঁদপুর ও শরীয়তপুর সীমানা এলাকার কাচিকাটা, চিড়ার চরে সন্ধ্যার পর থেকে অসংখ্য জেলে রাতভর মাছ ধরছে বলে নৌযান শ্রমিক সূত্র জানায়। এদিকে মা ইলিশ ধরার অপরাধে ২০ জেলেকে গ্রেফতার করেছে চাঁদপুর নৌ থানা পুলিশ। বুধবার (১২ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর নৌ-থানায় গ্রেফতারকৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের পূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত জেলেরা হলেন : রিপন বন্দুকশী (২০), আরিফ খান (২০), আল-আমিন বন্দকশী (২১), জাকির বেপারী (২০), খোরশেদ গাজী (২০), লোকমান মিজি (২১), আব্দুর রব শেখ (৪৫), মিন্টু হাওলাদার (৪০), দুলাল গাজী (৭০), আব্দুল হাকিম শেখ (৩৫), খোরশেদ শেখ (৩২) ও শরীফ ছৈয়াল (২৫)।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভয়াশ্রম এলাকার মেঘনা মোহনাসহ আশপাশের এলাকা থেকে ২০ জন জেলেকে ইলিশ নিধনরত অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়। এর মধ্যে ১২ জনকে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি ৮ জনকে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।