প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেছেন, গ্রাম হবে শহর- এই পরিকল্পনা নিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার নিরলস কাজ করে চলছে। আর এই অঙ্গীকার নিয়ে সরকারের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুরদর্শী চিন্তার কারণে বর্তমানে গ্রামের সাধারণ মানুষও শহরের সুবিধা ভোগ করতে শুরু করেছেন। প্রতিটি বাড়ির দোরগোড়ায় পাকা সড়ক, সুপেয় পানির সুবিধা এবং বিদ্যুৎ পৌঁছে গেছে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ পৌর এলাকাও এভাবে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। পৌরসভারকে প্রথম শ্রেণিতে উন্নীতকরণের সাথে সাথে বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ চলছে। পৌরসভায় এসব প্রকল্পের কাজ শুরু হলে আমি নিশ্চিত ফরিদগঞ্জ পৌরসভা একটি আধুনিক নগরিতে পরিণত হবে। এখন শুধু একটাই চাওয়া জনগণ যাতে তাদের হোল্ডিং ট্যাক্সসহ সকল কর নিয়মিত পরিশোধ করেন। যাতে আমরা উন্নয়ন ধারা অব্যাহত রাখতে পারি।
বুধবার (১২ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডেরর ভাটিরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ভাটিরগাঁও খালপাড় বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক ভূঁইয়া বাড়ি সড়কের নির্মাণ কাজ উদ্বোধনকালে একথা বলেন। এর আগে তিনি রূপসা রাস্তার মোড়ে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সড়কের নামফলক স্থাপনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, জাকির হোসেন গাজী, জায়েদ হোসেন বাবুল পাটওয়ারী, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুন্নবী, ক্যাশিয়ার গিয়াস উদ্দিন ও ঠিকাদার আলমগীর মোল্লা।
পৌর কর্তৃপক্ষ জানায়, ফরিদগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের ভাটিরাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ৬৫০ মিটার ভাটিরগাঁও খালপাড় ভূঁইয়া বাড়ি সড়কটি ৪৬ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এই সড়কটি নির্মিত হলে এই এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবের সাথে সাথে এই অঞ্চলের কৃষকদের কৃষি পণ্য পরিবহনে সুবিধা হবে।