শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২, ০০:০০

নিরুত্তাপ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন আর বাকি চার দিন
মিজানুর রহমান ॥

ঘনিয়ে এসেছে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের দিন-ক্ষণ। আর বাকী চার দিন। ১৭ অক্টোবর সারাদেশের সাথে একযোগে চাঁদপুরেও এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতীকে এ নির্বাচন না হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে চাঁদপুর সদর (১নং ওয়ার্ডে) সাধারণ সদস্য পদে প্রার্থী একজন মনিরুজ্জামান মানিক (হাতি) ছাড়া সবাই আওয়ামী লীগ ঘরানার নেতা-কর্মী ও সমর্থক বলে জানা যায়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নেই এখানে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। মামলা সংক্রান্ত আইনি জটিলতায় তাঁর প্রার্থিতা বাতিল হওয়ায় এখানকার জেলা পরিষদ নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে যায়। চেয়ারম্যান সদ্য পদে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণিই হচ্ছেন (মোবাইল) এখানে ফেভারিট এবং শক্তিশালী প্রার্থী। এমনটাই মনে করছেন চাঁদপুরের সচেতন মহল। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী হাজীগঞ্জের জাকির হোসেন প্রধান। তিনি নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে। এই দুজনের মধ্যেই ভোটাররা জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবেন।

মূলত নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৮টি ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের প্রার্থীদের মধ্যে। নির্বাচনে মূল আকর্ষণ সেই দিকেই থাকবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল। আবার ওচমান পাটওয়ারীর বিরোধীরা মনে করেন তার প্রধান প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আনারস মার্কার জাকির হোসেন প্রধান শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন। এখন দেখার অপেক্ষা চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনের ফলাফল কী হয়।

চেয়ারম্যান পদে ২, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১২ ও সাধারণ ওয়ার্ডে ৩৫ জনসহ তিন পদে মোট ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হবেন চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত ওয়ার্ডে নারী সদস্য পদে ৩ জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য ৮ জন। মোট ভোটার ১২৭৩ জন। ভোট কেন্দ্র ৮ উপজেলায় ৮টি। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

এদিকে নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে করার জন্যে আইন শৃঙ্খলা রক্ষার বিশেষ সভা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। গতকাল ১২ অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়