প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
![কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ](/assets/news_photos/2022/10/12/image-24467.jpg)
কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান, গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার। আলোচনা সভাশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় কলেজ পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক স্কুল পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন কলেজ পর্যায়ে আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, মাধ্যমিক স্কুল পর্যায়ে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী ও মাদ্রাসা পর্যায়ে আশ্রাফপুর গণিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী আক্কাছ সরদার। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন, আশেক আলী খান স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জাহিদুল হোসেন ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ কবির হোসেন। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বৈশাখী রাণী সরকার ও শ্রীরামপুর মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রহিম।