প্রকাশ : ১২ অক্টোবর ২০২২, ০০:০০
![পঞ্চম বারের মতো বাদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ হান্নান চৌধুরী](/assets/news_photos/2022/10/12/image-24466.jpg)
শাহরাস্তি উপজেলার বাদিয়া এম হক উচ্চ বিদ্যালয়ের টানা তৃতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আঃ হান্নান চৌধুরী। ১০ অক্টোবর বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে অভিভাবক প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে হান্নান ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আঃ হান্নান চৌধুরীকে সভাপতি মনোনীত করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান উল্লাহ চৌধুরী জানান, বিদ্যালয়ের সভাপতি পদে অন্য কোনো প্রার্থী না থাকায় অভিভাবক প্রতিনিধিদের সর্বাত্মক সমর্থনে আঃ হান্নান চৌধুরীকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামছুল হুদা পাটোয়ারী জানান, আঃ হান্নান এ নিয়ে ৫ম বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
জানা যায়, আঃ হান্নান ইতিপূর্বে উক্ত বিদ্যালয়ের কমিটিতে দুবার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বিদ্যালয় পরিচালনায় দক্ষতা ও সহযোগিতার কারণে অভিভাবকদের আস্থা অর্জন করতে সমর্থ হয়েছেন আঃ হান্নান চৌধুরী। তার কাজের স্বীকৃতি স্বরূপ তাকে বারবার সভাপতি নির্বাচিত করেন অভিভাবক সদস্যবৃন্দ।।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর উক্ত বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়।