প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০
![ফরিদগঞ্জে বিজয়া দশমী উদযাপন](/assets/news_photos/2022/10/06/image-24249.jpg)
ফরিদগঞ্জ ব্যুরো ॥
সকালে প্রতিটি মণ্ডপে দশমী বিহীত পূজা সম্পন্ন হয়। এরপর নারীরা সিঁদুর খেলা ও মায়ের চরণে প্রণাম করে। পরে দুপুরে প্রতিটি মণ্ডপে থেকে নিকটবর্তী জলাশয়ে মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমী তথা শারদীয় দুর্গা পূজা সম্পন্ন হয়। ফরিদগঞ্জ উপজেলার ২০টি মণ্ডপের মধ্যে ১৭টি মণ্ডপের প্রতিমা দুপুরের মধ্যে বিসর্জন হলেও উপজেলা সদরের দুটি এবং ধানুয়া গ্রামের একটি প্রতিমা সন্ধ্যা নাগাদ বিসর্জন হয়।