শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২২, ০০:০০

মতলব উত্তরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নে সেমিনার
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপ্রধানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্লাহ, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাবর আলী খান, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা প্রমুখ। সভায় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, ভোক্তা ও জনগণের জন্যে সরকার এই আইনটা করেছে। তাই এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০২২ বাস্তবায়নে সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। বিশেষ করে বাজারগুলোতে ব্যবসায়ীদের সচেতন করার লক্ষ্যে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়