শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ইউপি সচিব মহিউদ্দিন সোহেল প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউপি সচিব ও উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি এমএ কুদ্দুস বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বলিষ্ঠ বিশ্ব নেত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত দেশের কাতারে পৌঁছে গেছে। এমন একজন বিশ্ব মানবতার নেত্রীর আজ শুভ জন্মদিন। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যে আমরা বঙ্গবন্ধু টানেল পেয়েছি, আমরা পদ্মা সেতু পেয়েছি। আমরা পেয়েছি শতভাগ বিদ্যুৎসহ নানা সুবিধা। শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাঙালি জাতি অনেক কিছু পেয়েছে। তাই তার জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং তার দীর্ঘায়ু কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়