প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুর জেলা ছাত্রদল। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে ছাত্রদল ওই কর্মসূচি পালন করে। চাঁদপুর শহরের বেগম মসজিদ সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা বিএনপি কার্যালয় সম্মুখে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অংশ নেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক এইচএম ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, মেহেদী হাসান শাকিল, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব জিসান আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক মামুন খান, চাঁসক শাখা ছাত্রদলের আহ্বায়ক সোহেল গাজীসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী।
সমাবেশে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যুদ্ধ হবে আরেকবার ছাত্রদল হবে হাতিয়ার। আমরা জীবনবাজি রেখে রাজপথে আছি, ফায়সালা রাজপথেই হবে। বুকের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা স্বৈরাচার, বাক্শালী, নিশিরাতের সরকারের পতন ছাত্রদলের নেতৃত্বে ঘটাবো ইনশাআল্লাহ।
তারা আরো বলেন, প্রতি ফোঁটা রক্তের ও প্রতিটি বুলেটের ন্যায্য জবাব দেয়া হবে।