শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শেখ হাসিনার জন্মদিনে শাহরাস্তিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
মোঃ মঈনুল ইসলাম কাজল ॥

মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ারের সঞ্চালনায় সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ সময় তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। মৃত্যুর মুখ থেকে তিনি কয়েকবার ফিরে এসেছেন। এখনো ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তিনি বলেন, আপনারা সাক্ষী, কীভাবে উন্নয়ন হচ্ছে। যেখানে বিদ্যুতের জন্য হাহাকার ছিল, তিনি শতভাগ বিদ্যুৎ দিয়েছেন। পদ্মা সেতু দিয়েছেন, অসহায়দের ঘর দিয়েছেন, সবক্ষেত্রে তিনি উন্নয়ন করে যাচ্ছেন। আমিও উন্নয়ন করে যাচ্ছি আপনাদের সহযোগিতা নিয়ে। ডাকাতিয়া নদীর ওপর ৮টি ব্রিজ করেছি, ৭শ’ কিলোমিটার রাস্তা পাকা করেছি, এলাকায় শতভাগ বিদ্যুৎ দেয়া হয়েছে। আমরা চেষ্টা করবো শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আপনারা ঐক্যবদ্ধ থাকলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাটা সহজ হবে। ভিতরে বাইরে অনেকেই সুবিধা নিতে চাইবে, আপনারা সজাগ থাকলে কেউ লুটপাট করতে পারবে না। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ূন কবির ভূঁইয়া ও আওয়ামীলীগ নেতা আঃ মান্নান ব্যাপারী। দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ সলিমুল্লাহ। আলোচনা সভাশেষে অতিথিবৃন্দ কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়