প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
জাপানে দক্ষ শ্রমিক নিয়োগের প্রতিষ্ঠান (আসাহী) স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে কচুয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান দেওয়ান মানিক। গত সোমবার বিকেলে আকানিয়া-নাছিরপুর গ্রামে অবস্থিত আসাহী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক নাইম সর্দার মুকিত ও প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর জাহিদ হাসান।