শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

জামিনে মুক্তি পেলেন জেলা যুবদল নেতা সালাউদ্দিন
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।

২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বাবুরহাট জেলা কারাগার থেকে তিনি মুক্তি পাওয়ার পর বেরিয়ে আসলে দলীয় নেতা-কর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। পরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হন তিনি।

এ সময় চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, যুবদল নেতা মোক্তার হোসেন বেপারী, শহীদ ঢালী, জুলহাস জুয়েল, আব্দুল করিম, মহসিন খান, সোহাগ খান, আল-আমিন খান, মমিন হাওলাদার, লিটন ঢালী, শরীফ আহমেদ, আবুল বাশার, মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত ৫ সেপ্টেম্বর চাঁদপুর শহরের ট্রাকঘাট এলাকা থেকে রাজনৈতিক পুরানো মামলায় তাকে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। পরের দিন পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। জিআর ৪১/১৫ মামলার আসামী ছিলেন তিনি। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়