শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে শারদীয় দুর্গোৎসব উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি
মোঃ ফারুক চৌধুরী ॥

প্রতি বছরের ন্যায় আবারো এলো শারদীয় দুর্গোৎসব। দেশ ও জাতির কল্যাণ কামনায় শাহরাস্তি উপজেলায় ১৮টি পূজা মণ্ডপে ব্যস্ত সময় কাটাচ্ছেন মণ্ডপ তৈরির কারিগররা। গেল তিন বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে অনাড়ম্বরভাবে পূজা অর্চনার মধ্যেই দুর্গোৎসব সীমাবদ্ধ ছিলো। এবার দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে পালনে উপজেলার ১৮টি স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। ১৮টি মণ্ডপ হচ্ছে : শ্রী শ্রী মেহার কালীবাড়ি, সাহাপুর দক্ষিণ চৌধুরী বাড়ি, ঘোষপাড়া, পালপাড়া মাইজের বাড়ি, নিজমেহার দক্ষিণ পাড়া বর্ধন বাড়ি, ছিকুটিয়া, উপলতা পুরোহিত বাড়ি, নাওড়া ঠাকুর বাড়ি, নাহারা ভৌমিক বাড়ি, জগবন্ধু সাধুর বাড়ি, পালপাড়া, প্রসন্নপুর, নাহারা দাস বাড়ি, কুলশী ঠাকুর বাড়ি, সূচী অধিকারী বাড়ি, সূচীপাড়া মজুমদার বাড়ি, নুনিয়া দত্ত বাড়ি ও খিতার পাড় ভূঁইয়া বাড়ি। বর্তমান অবস্থায় প্রায় সবক’টি পূজা মণ্ডপের কাজ শেষ হয়েছে। চলছে নিপুণ হাতে রংয়ের কাজ। এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষার কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের প্রধান শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ মান্নানের সাথে আলাপকালে তিনি জানান, হিন্দুদের সবচে’ বড় উৎসব এ দুর্গাপূজাটি। তাছাড়া অত্যন্ত স্পর্শকাতর বিধায় অত্যন্ত গুরুত্ব সহকারে থানা পুলিশ কাজ করবে। আমার নেতৃত্বে বেশক’টি মোবাইল টিম থাকবে, যে কোনো অবস্থাতেই কোথাও যেনো কোনো শৃঙ্খলার অবনতি না হয়। তাছাড়া আনসার বাহিনী থাকবে। আমার বিশ্বাস, অত্যন্ত শান্তিপূর্ণভাবেই শারদীয় দুর্গোৎসবের কাজ শেষ হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়