প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি আল মামুন পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা](/assets/news_photos/2022/09/26/image-23820.jpg)
চাঁদপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষে জেলা পর্যায়ে ভাষাবীর এমএ ওয়াদুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি জেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হওয়ায় ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারীকে প্রভাত চাঁদপুর শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
রোববার ২৫ সেপ্টেম্বর দুপুরে প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ আল মামুন পাটওয়ারীকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের নেতৃত্বে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় প্রভাত চাঁদপুর শাখার সহ-সভাপতি মোঃ জুয়েল হাজী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিনি শিক্ষার গুণগত মানোন্নয়ন, বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গত রোববার ১৮ সেপ্টেম্বর জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের বাছাই কমিটি তাকে জেলার শ্রেষ্ঠ সভাপতি হিসেবে মনোনীত করে। এর আগেও তিনি একই ক্যাটাগরিতে চাঁদপুর সদর উপজেলায় শ্রেষ্ঠ এসএমসি সভাপতি মনোনীত হয়েছেন।