প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগারের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ](/assets/news_photos/2022/09/26/image-23817.jpg)
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগার কর্তৃক জেলার বিভিন্ন স্তরের স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্যে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানার সভাপ্রধানে এবং সহকারী লাইব্রেরিয়ান উম্মে রায়হানা ফেরদৌসের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, বই পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুকে জানার সুযোগ রয়েছে। বই এমন এক বন্ধু যে কখনো ঠকায় না। নিঃসঙ্গ জীবনে আশার প্রদীপ জ্বালিয়ে জীবনকে আলোকিত করে বই। তিনি আরও বলেন, চাঁদপুর জেলা সরকারি গণগ্রন্থাগার আলোকিত মানুষ তৈরিতে সহায়তা করে আসছে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
লাইব্রেরিয়ান রাফিয়া সুলতানা জানান, এর আগে সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কনে দুটি এবং রচনায় চারটি বিভাগে প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রতিটি বিভাগ থেকে তিনজন করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করে মোট ১৮ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। এছাড়া গণগ্রন্থাগারের উদ্যোগে একটি উন্মুক্ত রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা বিজয়ী হয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও পুরস্কৃত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগত শিক্ষার্থী এবং অভিভাবকগণ এ ধরনের অনুষ্ঠানে আসতে পেরে নিজেদের ভালোলাগার অনুভূতি ব্যক্ত করেন।