শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |  
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রাঙ্গণেমোর, ঢাকার হাছনজানের রাজা নাটক দর্শকদের মুগ্ধ করেছে
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার গৌরবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক পক্ষের ৩য় দিনে জেলা শিল্পকলা একাডেমিতে সন্ধ্যা সাড়ে ৬টায় পরিবেশিত হয়েছে স্বজন সাহা ও নাছির খানের পরিচালনায় বঙ্গজ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠান।

রাত ৮টায় মঞ্চস্থ হয়েছে প্রাঙ্গণেমোর, ঢাকার নাটক হাছনজানের রাজা। রচনায় শাকুর মজিদ ও নির্দশনায় ছিলেন অনন্ত হিরা। সবশেষে নাটকের নির্দেশক অনন্ত হিরার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

আজ ২৫ সেপ্টেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় সুরধ্বনি সংগীত একাডেমির পরিবেশনায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় আছে বাতিঘর, ঢাকার নাটক র‌্যাডক্লিপ লাইন।

আগামী ১২ অক্টোবর পর্যন্ত চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চলবে এ উৎসব। প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে উৎসবের কার্যক্রম।

উৎসবে ঢাকা, সাভার, হবিগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের ৩২ দল অংশগ্রহণ করছে। সপরিবারে আসার জন্যে আমন্ত্রিত জানিয়েছেন সাংস্কৃতিক পক্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক শুকদেব রায় ও সদস্য সচিব রফিক আহমেদ মিন্টু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়