শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তরে বিষ দিয়ে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে বিষ দিয়ে ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। মাছের সাথে এ কেমন শত্রুতা! এলাকায় বাণিজ্যিকভাবে প্রচুর মাছ চাষ হলেও এ ধরনের ঘটনা কখনো ঘটেনি বলে জানান স্থানীয় মাছ চাষীরা। মতলব উত্তর উপজেলার হাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে গত ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে।

ঘটনার খোঁজ-খবর নিয়ে জানা যায়, স্থানীয় হাজিপুর গ্রামের রুবেল মিয়া তার দুটি পুকুরে মাছ চাষ করেন। ২৫ শতকের এই পুকুরটিতে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়াসহ নানা জাতের মাছ চাষ করছেন। ২৩ সেপ্টেম্বর সকালে রুবেল মিয়া পুকুর ঘাটে গিয়ে দেখেন মাছ মরে ভেসে উঠেছে। চারদিকে শুধু মরা মাছ আর মাছ ভেসে রয়েছে। আশপাশের লোকজন এসে এ দৃশ্য দেখে সবাই যেন হতবাক। স্থানীয় মানুষ বলাবলি করছে মাছ চাষী রুবেল মিয়া খুবই সদালাপী ও মিষ্টভাষী। কারো সাথে তার শত্রুতা থাকতে পারে এমনটা তাদের সকলেরই অজানা।

ওই এলাকার মাছচাষী আব্দুল বাতেন প্রধান জানান, আমাদের এলাকায় আমরা প্রচুর মাছ চাষ করে আসছি। কিন্তু কখনো কারো পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করার ঘটনা এই প্রথম।

ক্ষতিগ্রস্ত মাছচাষি রুবেল মিয়া জানান, জানামতে আমি ভাই কারো কোনো ক্ষতি করি নাই। কিন্তু কে বা কারা আমার এই ক্ষতি করে ফেলল আমি মোটেও বুঝতে পারছি না। আমার কমপক্ষে দুই লক্ষাধিক টাকার মাছ মারা গেছে। মাছের সাথে এ কেমন শত্রুতা আমি ঠিক বুঝে উঠতে পারছি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়