শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শেখেরহাট দাসবাড়িতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে
অনলাইন ডেস্ক

চাঁদপুর পৌরসভার ১৩নং ওয়ার্ডের এনায়েতনগর (শেখেরহাট) এলাকার দাসবাড়িতে এক অগ্নিকাণ্ডে সুবল চন্দ্র দাসের টিনশেডের একটি বসতঘর পুড়ে গেছে।

২৪ সেপ্টেম্বর রাত আড়াইটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই বসতঘরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ভুক্তভোগী সুবল চন্দ্র দাস জানান, শুক্রবার তিনি এবং তার পরিবারের সবাই বাবুরহাট এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাত ২টা ৪০ মিনিটে প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, তাদের বসত ঘরে আগুন লেগেছে। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করছে। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুনে তাদের ২ রুমের টিনশেড ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

সুবল চন্দ্র দাস জানান, সেখানে পৌঁছে তিনি ফায়ার সার্ভিসে খবর দিলে রাত সাড়ে ৩টায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। ততক্ষণে এলাকাবাসী আগুন কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। তারপর দমকল কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনলেও ঘরের সমস্ত আসবাবপত্রসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ, ১৫ হাজার টাকা ও বাড়ির মূল্যবান কাগজপত্রসহ সব কিছু পুড়ে গেছে।

সুবল চন্দ্র দাসের পুত্র সজিব চন্দ্র দাস জানান, সে-ই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অগ্নিকাণ্ডে তারা এখন নিঃস্ব। গায়ের কাপড় ছাড়া তাদের কিছু আর বাকি নেই। আগুনে তার এসএসসি, এইচএসসি ও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, জাতীয় পরিচয়পত্রসহ সকল মূল্যবান কাগজপত্র পুড়ে গেছে। তবে কিসের থেকে আগুনের সূত্রপাত সেটি তারা জানতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়