প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ এই শ্লোগানে শাহরাস্তিতে মিনা দিবস পালিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন্নাহার কাজল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে মিনা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।