শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের মতবিনিময় ও প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলা শ্রমিক দলের মতবিনিময় ও প্রতিবাদ সভা গতকাল ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম বাদল। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া। সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক খোরশেদ আলম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব নয়ন মাহমুদ ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির রাখেন সাংগঠনিক সম্পাদক মাহাবুব ছৈয়াল, সদর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল হোসেন মিয়াজী, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, দেশ এখন সাধারণ মানুষের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। তেল ডাবল সেঞ্চুরি করেছে। এখনই এই সরকারকে হটাতে না পারলে দেশের মানুষ না খেয়ে মরবে। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং মানুষকে শান্তিতে বাঁচার সুযোগ করে দিতে সরকার পতনের আন্দোলন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা-কর্মীরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারের পতন ঘটাবেই। এজন্যে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়