প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
দীর্ঘদিন থেকে কারাগারে আটক অসুস্থ চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীর মুক্তি ও দপ্তর সম্পাদক মাসুদ পাটওয়ারীর সুস্থতা কামনায় চাঁদপুর শহরের ট্রাকঘাট জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর চাঁদপুর পৌর ১০নং ওয়ার্ড যুবদলের আয়োজনে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ট্রাকঘাট জামে মসজিদের ইমাম মাওঃ হাফেজ মোস্তফা।
দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, যুগ্ম আহ্বায়ক জুলহাস আহমেদ জুয়েল ও জেলা যুবদল নেতা শাহআলম।
আরো উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ শরীফ, সদস্য সচিব খোকন প্রধান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক জাবেদ রহমান মনা, মোঃ কামরুল ইসলাম, মোঃ সোহেল, ৮নং যুবদলের আহ্বায়ক মোঃ বাবুল, পৌর যুবদলের আল-আমিন, ৭নং ওয়ার্ড যুবদল নেতা জীবন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন হাওলাদার, পৌর ছাত্রদল নেতা জিহাদ প্রমুখ।
এ দোয়ানুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং মুক্তি কামনা করেও দোয়া করা হয়।