শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জেরে প্রতিবন্ধীকে মারধরের অভিযোগ
মোঃ ফারুক চৌধুরী ॥

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জের ধরে প্রতিবন্ধীকে বেদম মারধর ও বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ উঠেছে। ১৯ সেপ্টেম্বর সোমবার সকালে চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর গ্রামের ৮নং ওয়ার্ডের পাঁচকড়ি ভূঁইয়া বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে।

আহতের পরিবার, থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, খেড়িহর গ্রামের পাঁচকড়ি ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল গণির ছেলে মোঃ নূর হোসেনের সাথে একই বাড়ির মৃত আব্দুল ওয়াদুদের প্রতিবন্ধী ছেলে আবুল হাসানাত ও কামাল গংয়ের দীর্ঘদিন যাবৎ সম্পত্তিগত বিরোধ চলে আসছে। এর সূত্র ধরে নূর হোসেন ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রতিবন্ধী আবুল হোসেনের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক সম্পত্তি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে প্রতিবন্ধী আবুল হাসানাতের ভাইয়েরা বাড়িতে না থাকায় প্রতিবন্ধী আবুল হাসান ও তার স্ত্রী কাজে বাধা দেয়। এ সময় মোঃ নূর হোসেন তার লাঠিয়াল বাহিনী নিয়ে প্রতিবন্ধী হাসানাতকে বেদম মারধর করেন এবং রক্তাক্ত জখম করেন। এতে করে প্রতিবন্ধী হাসানাত গুরুতর আহত হলে এলাকাবাসী তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

অভিযোগে বলা হয়, নূর হোসেন ভূমিদস্যু। সে অত্যন্ত খারাপ ও পরসম্পদ লোভী প্রকৃতির লোক বটে। কথায় কথায় আমাদেরকে মারধর করতে আসে এবং আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে থাকে। আমাদেরকে মেরে ফেলে আমাদের সম্পত্তি দখল করে নেয়ার পাঁয়তারা করছে। আমাদের বসতবাড়ির জায়গা-সম্পত্তি দীর্ঘদিন যাবৎ দখল করে আসছে, আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া পূর্বেও সম্পত্তিগত বিরোধ নিয়ে আমাদেরকে বহুবার মারধর করেছে। বর্তমানে ওই সম্পত্তির উপরে প্রতিবন্ধী আবুল হাসানাত গংয়ের অভিযোগের আলোকে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করে। আইনকে অবমাননা করে ভূমিদস্যু নূর হোসেন জোরপূর্বক কাজ করতে গেলে এ ঘটনাটি ঘটে।

প্রতিবন্ধীর ভাই কামাল হোসেন জানান, সোমবার সকালে আমাদের সম্পত্তির ওপর জোরপূর্বক কাজ করতে গেলে আমার প্রতিবন্ধী ভাই আবুল হাসানাত আকার ইশারায় বাধা দিলে ভাড়াটিয়া বাহিনী নিয়ে প্রতিবন্ধী আবুল হাসানাতকে গলা চেপে মেরে ফেলার চেষ্টা করলে পথচারী ক’জন দেখে তাদের ডাকচিৎকারে হাসানাতের স্ত্রী খুরশিদা বেগম দৌড়ে এসে তাদেরকে বাধা দিলে তাকেও বেদম মারধর করতে থাকে এবং কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে মেরে জখম করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী আবুল হাসানাত দুলাল গং জানান, ভূমিদস্যু নূর হোসেন পরিবার থেকে রেহাই পেতে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মহোদয়, জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের জন্যে সুদৃষ্টি কামনা করেন।

এ বিষয়ে অভিযুক্ত মোঃ নূর হোসেন জানান, আমি কারো সম্পত্তি জবরদখল করিনি, আমি আমার নিজের সম্পত্তির ওপর সীমানা প্রাচীর নির্মাণ করছি। কাউকে মারধরও করিনি। তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে মানহানি করছে। আমি দীর্ঘ ৪০ বছর চাকরির সুবাদে বাইরে ছিলাম। বরং তারা আমার সম্পত্তি দীর্ঘদিন যাবৎ লুটেপুটে খাচ্ছে। আমি বাড়িতে আসার পর আমার সম্পত্তি না দেয়ার জন্য পাঁয়তারা করছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়