প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
কচুয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহীম খলিল, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, উপজেলা পূজা কমিটির সভাপতি ফণী ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডেপুটি কমান্ডার আলহাজ জাবের মিয়া প্রমুখ। বক্তারা ব্যাপক নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলার সকল পূজামণ্ডপ পরিচালিত হওয়ার জন্যে প্রতিশ্রুতিবদ্ধ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিবৃন্দ।