শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কচুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমসহ অন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার ৩টি স্থানে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দুপুর ২টায় উপজেলার রহিমানগর বাজার, বিকেল ৩টায় কচুয়া বিশ্বরোড ও বিকেল ৪টায় সাচার বাজার এলাকায় পৃথক পৃথকভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তাগণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলমসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। ৩টি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালাউদ্দিন ভূঁইয়া, পালাখাল মডেল ইউনিয়নের চেয়ারম্যান হাবীব মজুমদার জয়, সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল, জসিম উদ্দিন লিটন ও বিতারা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাঃ গিয়াস উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার রাতে কচুয়া বিশ্বরোড এলাকায় নিউ সৌদিয়া হোটেলের সামনে মারামারির ঘটনায় যুবলীগ নেতা কামাল হোসেন গাজী বাদী হয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমসহ ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে কচুয়া থানায় ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়