প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
হাইমচরের আলগী বাজারে মূল্য তালিকা না টাঙ্গানোসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে হাইমচর উপজেলা সদরস্থ আলগীবাজার এলাকার বেশ ক’টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকারের কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানগুলোর ল্যাবরেটরি ও ফার্মেসিতে বিভিন্ন ওষুধ ও কেমিক্যাল যাচাই করেন কর্মকর্তারা।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নূর হোসেন জানান, তার নেতৃত্বে হাইমচর থানার পুলিশ সদস্যদের সহায়তায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘনজনিত অপরাধে রীমটাচ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা এবং নিউ প্যানাশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৮ হাজার টাকাসহ ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকার জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।