বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মতলব উত্তর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা
মাহবুব আলম লাভলু ॥

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা যথাযথভাবে দায়িত্ব পালন করলে ইউনিয়ন, সমাজ ও দেশের উন্নয়ন হবে। যদি কোনো কাজে জনপ্রতিনিধিরা বাধাগ্রস্ত হয়, তাহলে প্রশাসনের সহযোগিতা চাইলে নিশ্চয়ই প্রশাসন সহযোগিতা করবে। তিনি গতকাল সোমবার মতলব উত্তর উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ও মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মুনিরুজ্জামান।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, গজরা ইউপি চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান, সাদুল্যাপুর ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম স্বপন পাঠান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী, সাংবাদিক জাকির হোসেন বাদশাসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

নূরুল আমিন এমপি বলেন, বাল্যবিবাহ ও মাদক এখন সামাজিক ব্যাধিতে রূপান্তর হয়েছে। এ ব্যাধি থেকে বের হতে হলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়