প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
![কাল প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির পাটওয়ারীর ৫ম মৃত্যুবার্ষিকী](/assets/news_photos/2022/09/20/image-23566.jpg)
আগামীকাল বুধবার ২১ সেপ্টেম্বর চাঁদপুর সদর উপজেলার চান্দ্রাবাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ূন কবির পাটওয়ারীর ৫ম মৃত্যুবার্ষিকী। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিকভাবে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মোঃ হুমায়ূন কবির ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় নিজ স্কুলে হৃৎক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যাসহ বহু শিক্ষার্থী, সুহৃদ ও স্বজন রেখে গেছেন। তাঁকে নিজ বাড়ি পশ্চিম ভিঙ্গুলিয়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। একজন সৎ, আদর্শবান এবং কর্মদক্ষ শিক্ষক হিসেবে বিদ্যালয়সহ পুরো জেলায় তিনি সুপরিচিত ছিলেন।