প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম এলাকার দুটি হাইস্কুলের শিক্ষক, ম্যানেজিং কমিটি ও শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক সভা করেছেন। গতকাল ১৮ সেপ্টেম্বর রোববার সকালে
স্থানীয় নূরিয়া পাইলট হাইস্কুল এবং হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইন্সপেক্টর শামসুল আলম শিক্ষার্থীদের যেখানে-সেখানে, রাস্তায় আড্ডা না দেয়া ও ইভটিজিং থেকে নিজেদের দূরে রাখা এবং বাল্যবিবাহের ব্যাপারে সতর্কতামূলক নির্দেশনা দেন।
তিনি এলাকাকে মাদকমুক্ত রাখা, অপরাধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং পুলিশি কাজে সহযোগিতা কামনা করেন।
নূরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আবু তাহের, ম্যানেজিং কমিটি সদস্য মহাব্বত হায়দার চৌধুরী, রফিক আহমেদ মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।